ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ ॥ আকিজ গ্রুপের অফিসে হামলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, জুলাই ৫, ২০১০

লালমনিরহাট: তামাকের নায্যমূল্য না পাওয়ায় সোমবার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে ক্ষুদ্ধ কৃষকরা। এসময় তারা আদিতমারী উপজেলার সাপ্টিবাড়িতে আকিজ গ্রুপের তামাক ক্রয় কেন্দ্রেও হামলা চালায়।


 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লালমনিরহাটের কয়েকশ’ কৃষক সোমবার সকাল ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। কৃষকরা মহাসড়কে তামাক ঢেলে আগুন ধরিয়ে দেন। এসময় বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে তারা আদিতমারী উপজেলার সাপ্টিবাড়িতে আকিজ গ্রুপের তামাক ক্রয় কেন্দ্রে হামলা চালায়।

আদিতমারী থানার ওসি আশরাফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ হাসান জানান, দাবি মেনে নেয়ার আশ্বাস দেওয়া হলে কৃষকরা অবরোধ তুলে নেন।


বাংলাদেশ স্থানীয় সময় ১৬৩০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।