ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের দায়ে বেনাপোলে আটক ১৯

জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১০

বেনাপোল: ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় শুক্রবার বিকেলে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বিডিআর।
 
২২ রাইফেলস ব্যাটালিয়নের চেকপোস্ট বিডিআর ক্যাম্প ইনচার্জ মনসুর আলী বাংলানিউজকে জানান, ভারত থেকে চোরাই পথে বেশ কিছু লোক বাংলাদেশে প্রবেশে করছে খবর পেয়ে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করে বিডিআর।



আটককৃতরা হচ্ছে- মজিরন বিবি (২৫), প্রমিলা (৪০), নির্মলা (৩২), মাধুরী (৩০), কামনা (২৫), বর্ষা (৫), শিপন (২), শেখ নুরউদ্দিন (৩৮), জাফর আলী (৩৫), হজরত আলী (২৬), সূর্য দেব (৩৯), সুজিত মণ্ডল (৪০), সমর মণ্ডল (৩৩), মলয় বৈরাগী (২৯), বিকাশ পাণ্ডে (৪০), অমিত সরকার (২৯), সুব্রত কুমার (৩৭), সুশান্ত গাইন (৩৯) ও বিপুল কুণ্ডু (৩৬)।

সন্ধ্যায় তাদের বেনাপোল পোট থানায় সোপর্দ করেছে বিডিআর।

এ ব্যাপারে পোর্ট থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।