ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়পুরায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ১০

মোর্শেদ শাহরিয়ার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১০

নরসিংদী: নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে শুক্রবার বিকেলে দু’দল গ্রামবাসীর টেঁটাযুদ্ধে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

এদের মধ্যে ১০জনকে টেঁটাবিদ্ধ অবস্থায় রায়পুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টেঁটাবিদ্ধদের মধ্যে নূরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে রায়পুরা থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম জানান।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রায়পুরা উপজেলার চরাঞ্চল গজারিয়া কান্দি গ্রামে টেঁটাযুদ্ধ হয়।

এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জুলহাস ভেন্ডার গ্রুপের সঙ্গে খালেক ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার বিকেলে দু’গ্রুপের মধ্যে টেঁটাযুদ্ধ পুরো গজারিয়া কান্দি গ্রামে ছড়িয়ে পড়ে। এতে উভয়ের গ্রুপের ২৫ জন আহত হয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে রায়পুরা থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, ‘পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে চলে এসেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ’

পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।