ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উচ্চৈ:স্বরে গান বাজাতে বাধা দেওয়ায় মার্কেটে দু’দফা বখাটে হামলা

তানভীর হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১০

নারায়ণগঞ্জ: উচ্চৈ:স্বরে গান বাজাতে বাধা দেওয়ায় বন্দর উপজেলার আমিরাবাদ বাজারকান্দি এলাকার এক মার্কেটে বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে দু’দফা হামলা চালিয়েছে বখাটেরা।

ব্যবসায়ীদের অভিযোগ, সন্ত্রাসীরা ৮টি দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ ৩ লাখ টাকা ও ১০ লাখ টাকার মালামাল লুটে নেয়।



এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারকান্দি মার্কেট আধা বেলা বন্ধ রাখেন। তারা দুপুরে নামাজ শেষে হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে বিােভ মিছিল করেন।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর-রশিদ বাংলানিউজকে বলেন, ‘বাজারকান্দি এলাকায় বৃহস্পতিবার রাতে স্থানীয় একদল বখাটে যুবক উচ্চৈ:স্বরে গান বাজায়। এসময় এলাকাবাসী বাধা দিলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে এলাকাবাসী কয়েকজন বখাটেকে মারধর ও তাদের একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ১২টা ও শুক্রবার সকালে সন্ত্রাসীরা বাজারকান্দি মার্কেটে দু’দফা হামলা চালায়।

ওসি আরো জানান, গান বাজানোকে কেন্দ্র করে ঘটনা ঘটলেও পূর্ব বিরোধ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।