ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জুয়া বন্ধ করায় পুলিশের ওপর হামলা, কনস্টেবলসহ আহত ৫

তানভীর হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১০

নারায়ণগঞ্জ: আড়াইহাজার জুয়ার আসর বন্ধ করে তিন জনকে গ্রেপ্তার করায় পুলিশের উপর হামলা চালিয়েছ বিক্ষুব্ধ জুয়াড়ি ও তাদের সহযোগীরা।

শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বান্টি এলাকায় এ হামলা হয়।



এসময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে এক পুলিশ কনস্টেবলসহ অন্তত ৫ জন আহত হয়।

সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধরা দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত প্রায় পৌনে ১ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা ৩/৪টি যানবাহনও ভাঙচুর করে।

আড়াইহাজার থানার অফিসার ইন চার্জ (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ঈদ উপলক্ষে বান্টি এলাকায় শুক্রবার সকালে মেলার নামে জুয়ার আসর বসানো হয়।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে জুয়ার আসরে হানা দেয়।

এসময় জুয়ার আসর থেকে জুয়া পরিচালনার অভিযোগে জাহাঙ্গীর (৩৫), কাউছার (২৫) ও বাদশাহ (২৬) নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বেলা ১টার দিকে পুলিশের গাড়িতে ওঠানোর পর পরই ৪০/৫০ জন জুয়াড়ি ও তাদের সহযোগী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। তারা গ্রেপ্তারকৃতদের ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে তুলে নিতে তাদের ধাওয়া ও লাঠিচার্জ করে।

শুরু হয় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া।

হামলায় আড়াইহাজার থানাপুলিশের গাড়িচালক কনস্টেবল শামীমসহ (৪০) অন্তত পাঁচ জন আহত হয়।

থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের রাস্তা থেকে তুলে দিলে দুপুর পৌনে ২টা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে রাস্তা অবরোধের কারণে ঈদ শেষে রাজধানীমুখী মানুষ পড়ে চরম ভোগান্তিতে।

ওসি আরো জানান, পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad