ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বর্জ্য অপসারণে কোরবানি দাতাদের সহযোগিতা চাইলেন মেয়র

সাইদ আরমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০
বর্জ্য অপসারণে কোরবানি দাতাদের সহযোগিতা চাইলেন মেয়র

ঢাকা: ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা কোরবানির বর্জ্য অপসারণ অভিযান উদ্বোধন করেছেন। বিকেল তিনটায় শান্তিনগরে অভিযান উদ্বোধনের পর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা যতোট দ্রুত সম্ভব চেষ্টাও করছেন বর্জ্য অপসারণের।

তবে জবাই হওয়া সব কোরবানির পশুর বর্জ্য রাতেই সরিয়ে ফেলা সম্ভব নয় আশঙ্কা আছে খোদ মেয়রেরও।

তাই রাজধানীর কোরবানি দাতাদের তিনি বলেছেন, ‘কোরবানি দিয়ে শুধু গোশত নিয়ে ঘরে গেলেই হবে না। সবাইকে নিজ দায়িত্বে নিজের পশুর বর্জ্য পরিষ্কারের উদ্যোগ নিতে হবে। ’

তবে রাজধানীবাসীকে ভরসাও দিয়েছেন মেয়র। তিনি বলেছেন, ‘আমাদের কয়েক হাজার কর্মী এ দায়িত্বে নিয়োজিত আছে। আগামী কালের (বৃহস্পতিবার) মধ্যেই পুরো শহরের বর্জ্য পরিষ্কার করে ফেলা হবে। ’

এ দিকে রাত পৌনে দশটায় এ রিপোর্ট লেখার সময়েও রাজধানীর অনেক স্থানে বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে।

মনিপুরি পাড়ার বাসিন্দা মো. মোবারক হোসেন বাংলানিউজকে বলেন, এসব বর্জ্য দ্রুত অপসারণ করা না হলে কাল থেকে দুর্গন্ধে টেকা দায় হবে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।