ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সমৃদ্ধ দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০
সমৃদ্ধ দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা: সুখী সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

রাষ্ট্রপতি বুধবার ঈদুল আজহা উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ আহ্বান জানান।



এসময় রাষ্ট্রপতি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা এবং দেশ ও দেশের মানুষের সমৃদ্ধি কামনা করেন।

এসময় তিনি বলেন, ‘ঈদের শিক্ষা হলো শান্তি ভালোবাসা মানুষের কল্যাণ ও মঙ্গল করা। যেভাবে সকলে একসঙ্গে পালন করছে সেভাবেই দেশকে উন্নত সমৃদ্ধ করতে সবাইকে কাজ করতে হবে। ’

সকাল ১১ টা থেকে বঙ্গভবনে এ শুভেচ্ছা বিনিময় শুরু হয়ে প্রায় এক ঘণ্টা চলে। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদ সদস্য, তিনবাহিনীর প্রধান, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদুত ও হাইকমিশনারসহ কুটনীতিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রাজনৈতিক রনতাদের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে যারা শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।