ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে আগুনে পুড়ে দেড় কোটি টাকার কাগজ ও পাঠ্যবই বিনষ্ট

তৌহিদ জামান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০

যশোর: আগুনে পুড়ে বিনষ্ট হয়ে গেছে প্রেসে থাকা প্রায় দেড় কোটি টাকা মূল্যের কাগজ ও পাঠ্যবই ।

বুধবার সকালে যশোরের রাজারহাটে অবস্থিত দেশ পাবলিকেশন্সে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



দেশ পাবলিকেশন্সের স্বত্বাধিকারী ‘দৈনিক গ্রামের কাগজ’-এর সম্পাদক মবিনুল ইসলাম মবিন জানান, ‘বুধবার সকাল পৌনে ৯টার দিকে তার প্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধোঁয়ার কুণ্ডলি দেখে এলাকার লোকজন তাকে খবর দিলে তিনি ছুটে এসে প্রেসে আগুন জ্বলছে দেখতে পান। ’
 
তিনি জানান, ‘প্রেসের ভেন্টিলেটর দিয়ে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে। দেশ পাবলিকেশন্সে দৈনিক গ্রামের কাগজ-এর ছাপানোর কাগজ ছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বই এবং ছাপার কাজে ব্যবহৃত কাগজ ছিল। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। ’

আগুনে বই, ছাপার কাজে ব্যবহৃত কাগজ বিনষ্ট হলেও প্রেস মেশিনের তি হয়নি বলে জানান প্রেসমালিক। তার মতে, ‘আগুনে বিনষ্ট হওয়ার  চেয়ে ফায়ার সার্ভিসের দেওয়া পানিতে কাগজ বেশি নষ্ট হয়েছে। ’

খবর পেয়ে যশোর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।   তাদের ২/৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা রফিকুল ইসলাম অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি। এ বিষয়ে পরে তিনি কথা বলবেন বলে জানান।

যোগাযোগ করা হলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে। আগুনের কারণ এখনও জানা যায়নি। তবে, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণেও এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ’

প্রসঙ্গত, দেশ পাবলিকেশন্স হচ্ছে যশোরের অন্যতম প্রধান দৈনিক গ্রামের কাগজ-এর নিজস্ব প্রেস।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।