ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিশ্বনাথে ঈদের নামাজ পড়ার সময় নিয়ে সংঘর্ষ: আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০

সিলেট: সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় বুধবার সকালে ঈদের নামাজ পড়ার সময় নিয়ে সংঘর্ষে ১২ মুসল্লি আহত হয়েছেন।

প্রত্যদর্শী সূত্রে জানা যায়, বিশ্বনাথ উপজেলার রাহখালী শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাতের পূর্ব নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ৭টা।

পরে কর্তৃপ আরো ২০ মিনিট সময় বাড়িয়ে সকাল ৭টা ৫০ মিনিটে জামাতের সময় নির্ধারণ করেন।

সকাল ৮টায় শামীম নামে এক ব্যক্তি নামাজ পড়তে এসে দেখেন জামাত শেষ হয়ে গেছে। এতে তিনি প্তি হয়ে ঈমামসহ অন্যান্য মুসল্লিদের গালাগালাজ করতে থাকেন। এতে নামাজিরা প্রতিবাদ করেন।

পরে শামীম রাগ করে বাড়ি চলে যান। দোয়া শেষে শামীমের নেতৃত্বে আফদাল, আফরোজ আলী, জুনাব আলীসহ ১০/১২ জন ব্যক্তি লাঠি, রড নিয়ে ঈদগাহ থেকে বাড়ি ফেরার পথে মুসল্লিদের হামলা করেন।

এতে আমির উদ্দিনসহ ১০ মুসল্লি আহত হন। আহত আমির উদ্দিনকে মুমূর্ষু অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের নাম জানা যায়নি।

বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক চান মিয়া বাংলানিউজকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে। ’

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad