ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

সাইদ আরমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০
জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

ঢাকা: জাতীয় ঈদগাহ ময়দানে বুধবার সকাল আটটায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাজার হাজার মুসল্লি।



এর আগে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসতে থাকেন। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনি পাড় করে তারা দীর্ঘ লাইন ধরে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন। সবার চোখে মুখে ছিল আনন্দের ছাপ।

তবে নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ আগে ভেঙ্গে যায় নিরাপত্তার কড়াকাড়ি ব্যবস্থা। মানুষ দল বেধে প্রবেশ করতে থাকেন ময়দানে।

সকাল আটটার মধ্যে ভরে ওঠে রাজধানীর প্রধান ঈদজামাতের ময়দান। এক কারাতে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে ধনী-গরীব সবাই।
 
আটটার কিছু আগে ঈদগাহ মাঠে আসেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

মন্ত্রী পরিষদের সদস্য, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতির, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, কূটনীতিক কোরের সদস্যরা, রাজনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা ঈদের নামাজে অংশ নেন।

নামাজ এবং মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম অধ্যাপক মুফতি মাওলানা মো. সালাউদ্দিন।

নামাজ শেষে মুসলিম উম্মাহর সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মুসল্লিরা দোয়া করেন।

নামাজ শেষে মুসল্লিরা কোলাকোলি করেন। তারা একে ওপরকে বুকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ সময়:১০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।