ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে ব্যবসায়ী নিহত: প্রতিবাদে পুলিশ ফাঁড়িতে হামলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০

চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষুব্ধ লোকজন সাচার পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে।

এ সময় ফাঁড়ির কনস্টেবল জহিরুল ইসলাম (৪০) ও গাড়ি চালক আবু সাঈদ (৫০) আহত হন।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কচুয়া থানার ওসি হারুনুর রশিদ বাংলানিউজ জানান, সাচার থেকে কচুয়াগামী মিল্কভিটা পণ্যের একটি গাড়ি (ঢাকা মেট্রো চ-১১-০০৩৭) মঙ্গলবার সন্ধ্যায় সাচার বাজার এলাকা অতিক্রম করছিল। এই সময় স্থানীয় মাছ ব্যবসায়ী কাদের রাস্তা পার হওয়ার সময় ওই গাড়িটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাদেরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

পুলিশ ঘাতক গাড়ি ও এর চালক আবু সাঈদকে আটক করে। বাজারের বিুব্ধ ব্যবসায়ীরা গাড়ি চালককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।   এই নিয়ে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা সাচার পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এতে পুলিশ কনস্টেবল জহিরুল ইসলাম ও গাড়ি চালক আবু সাঈদ আহত হন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad