ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় সাংবাদিকের বাড়িতে বোমাহামলা

মোস্তাফিজুর রহমান উজ্জল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০

সাতক্ষীরা: সাতক্ষীরায় এক সাংবাদিকের বাড়িতে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

বোমাটি ঘরের ভেতরে বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি।



সোমবার রাত সাড়ে ১১টায় দৈনিক ভোরের ডাক’র সাতক্ষীরা প্রতিনিধি মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সুলতানপুরের বাসভবনে এ বোমা হামলা হয়।

পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেছে।

সাংবাদিক আব্দুল খালেক জানান, ‘সোমবার রাত সাড়ে ১১টার সময় তার ঘরের মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় এলাকার প্রতিবেশীরা ছুটে এলে কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যায়। ’

তিনি আরও জানান, ‘বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধ নিয়ে এক প্রতিবেশীর সাথে আদালতে একটি মামলা চলছে। ’

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মো. শাহজাহান আলী খান জানান, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। ’

পুলিশের ধারণা, এটি স্থানীয়ভাবে তৈরি। এতে স্পি­ন্টার ছিল না বলে  বোমাটি শক্তিশালী নয়। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।