ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় দুই এসআই স্ট্যান্ড রিলিজড্

মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাতক্ষীরা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০
সাতক্ষীরায় দুই এসআই স্ট্যান্ড রিলিজড্

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর থানার দুই উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ও আব্দুস সবুরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর (হেড কোয়ার্টার্স) থেকে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়।



এর মধ্যে সদর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুস সবুরকে বরিশাল রেঞ্জে ও এস আই মোশারফ হোসেনকে রাজশাহী রেঞ্জে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার হাবিবুর রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আছেন বলে বক্তব্য এড়িয়ে যান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বিষয়টি শুনেছেন বলে জানান।

তবে স্ট্যান্ড রিলিজ হওয়াদের একজন এসআই মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, সম্প্রতি ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিমের আদালতে একটি মামলা দায়ের হলে তাদের স্ট্যান্ড রিলিজ করা হয়। মামলায় বঙ্গবন্ধু সম্পর্কে তারা আপত্তিকর কথা বলেছেন ও মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি ছাড়াতে ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ আনা হয়।

বাদি বাদশা মামলা দায়েরের পর থেকেই সাতক্ষীরা থেকে পালিয়ে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।