ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল উল্টে নিহত ১

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, জুলাই ৪, ২০১০

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া থানার গোলড়া বাসস্ট্যান্ডের কাছে রোববার রাতে  ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল উল্টে একজন নিহত হয়েছেন। তার নাম তুলশী রাণী সরকার (২৫)।



এতে গুরুতর আহত হয়েছেন তার স্বামী কৃষ্ণ কুমার সরকার (৩২)।

তাদের বাড়ি সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের উমেদপুর গ্রামে।
 
নিহতের পারিবারিক সূত্র জানায়, মানিকগঞ্জ শহর থেকে রাত ১০ টায় স্বামী-স্ত্রী মটর সাইকেল যোগে গ্রামের বাড়ী ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজন আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১২ টায় তুলশী রাণী  মারা যান।

কৃষ্ণ কুমার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাটুরিয়া পুলিশ এ দুর্ঘটনার কথা স্বীকার করেছে।

বাংলাদেশ সময় ০৯৩৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।