ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় ঈদগাহে যৌথবাহিনীর তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০
জাতীয় ঈদগাহে যৌথবাহিনীর তল্লাশি

ঢাকা: জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা তদারক করেছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, এনএসআই ও এসএসএফ সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। মঙ্গলবার দুপুরে তদারক কাজে নেতৃত্ব দেন এসএসএফ-এর মেজর মিজান।



বেলা ১২টায় ডগ স্কোয়াডের সাহায্যে পুরো ঈদগাহ মাঠ, প্যান্ডেল ও আশেপাশের এলাকা বিস্ফোরক শনাক্তকারী যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে যৌথ বাহিনী। প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে এ কাজ করে তারা।

মেজর মিজান বাংলানিউজকে বলেন, বুধবার ভোর ৫টায় চূড়ান্ত তল্লাশি চালানো হবে।

এদিকে, এরই মধ্যে শেষ হয়েছে জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি। এখন চলছে বৈদ্যুতিক পাখা ও বাতি লাগানোর কাজ।

বাংলাদেশ সময়: ১৫০৪, নভেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।