ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে ছিনতাইকারীর কবলে কালেরকণ্ঠ’র ফটো সাংবাদিক রবি

আশরাফুল আলম লিটন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলরা নামক স্থানে ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন দৈনিক কালের কণ্ঠের ফটো সাংবাদিক নুরুন্নবী রবি।

ছিনতাইকারীদের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে তিনি এখন মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার আহত রবি জানান, সোমবার বিকেল চারটায় তিনি ঢাকার নাখালপাড়ার বাসা থেকে মোটরসাইকেলযোগে মানিকগঞ্জে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। সঙ্গে ছিল তার আট বছর বয়সী ছেলে শিহরণ। ঈদ উপলক্ষে তিনি মানিকগঞ্জ যাচ্ছিলেন।

তিনি আরও জানান, রাত দশটার দিকে গোলরা নামক স্থানে বসুন্ধরা স্টিল মিল সংলগ্ন এলাকায় সাদা পোশাকের একদল লোক তার মোটরসাইকেলের গতিরোধ করে। দুর্বৃত্তরা পুলিশ পরিচয়ে গাড়ির কাগজপত্র পরীক্ষার কথা বলে সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে নগদ ৫০ হাজার টাকা এবং মূল্যবান একটি ক্যামেরা ছিল। তার মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে মোটরসাইকেলটিও ছিনিয়ে নেয়।

পরে এক দুর্বৃত্ত মোটরসাইকেলটি নিয়ে ঢাকার দিকে এবং বাকীরা একটি সাদা প্রাইভেটকারে করে মানিকগঞ্জের দিকে পালিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত রবিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

সদর থানার ওসি আবু তাহের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।