ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ম্যাগাজিন-গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

আমিনুল ইসলাম, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে সোমবার মধ্যরাতে ২টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বিডিআর।

উদ্ধারকৃত অস্ত্র মঙ্গলবার সকালে শিবগঞ্জ থানায় হস্তান্তর করে অস্ত্রআইনে একটি মামলাও দায়ের করেছে বিডিআর।



তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বকর আবু বাংলানিউজকে জানান, বিডিআরের কিরনগঞ্জ বিওপির একটি টহলদল সোমবার রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের কিরনগঞ্জ গ্রামের মো. মহব্বতের বাড়িতে অভিযান চালিয়ে আমেরিকায় তৈরি একটি পিস্তুল, ২টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে।

তবে বিডিআরের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মহব্বত।

মঙ্গলবার সকালে উদ্ধারকৃত অস্ত্র শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।   মহব্বতকে আসামি করে অস্ত্র আইনে দায়ের করা হয়েছে মামলা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad