ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে বাস-টেম্পু সংঘর্ষে নিহত ৩, আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০
গাজীপুরে বাস-টেম্পু সংঘর্ষে নিহত ৩, আহত ৭

গাজীপুর: গাজীপুরে মঙ্গলবার সকালে বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে শ্বাশুড়ি-পুত্রবধূসহ তিন জন নিহত এবং সাত জন আহত হয়েছেন।

কালীগঞ্জ উপজেলার টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মুলাইদ মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন কিশোরগঞ্জের বাজিতপুর থানার সাহাপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী অজুফা (৪৫) ও তার পুত্রবধূ চায়না এবং প্রতিবেশি আবু মিয়ার ছেলে জাহান মিয়া (৩০)।

আহতরা হচ্ছেন টেম্পুর যাত্রী পিয়ারা (২৫), জরিনা (৫০), পারভিন (১৫), আছিয়া (১৬), সাহা মিয়া (৩২), পেপি (৭) ও ইয়াছমিন (৭)। এদের মধ্যে পিয়ারা ও জরিনার অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, সকাল পৌনে সাতটার দিকে ঘোড়াশালগামী টেম্পুর সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে টেম্পুটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই চায়না এবং কালীগঞ্জ হাসপাতালে নেয়ার পর অন্য দু’জন নিহত হয়েছেন।

ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।