ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

সাভার: অসংখ্য যানবাহনের চাপে ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর-আবদুল্লাহপুর মহাসড়কের সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতানের করা হয়েছে র‌্যাব ও আনসার সদস্যদের।



গাবতলীর পশুর হাটের কারণে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজার থেকে যানজট শুরু হয়। পর্যায়ক্রমে সাভার বাজার বাসস্ট্যান্ড, নবীনগর, বাইপাইল, শ্রীপুরসহ ঢাকা-আরিচা ও ঢাকা- টাঙ্গাইল সড়কের বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয় তীব্র যানজট।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান,পরিস্থিতি স্বাভাবিক করতে আপ্রাণ চেষ্টা করছে পুলিশ।

তিনি আরও জানান, ঈদের একদিন আগে ঘরমুখো যানবাহনের বাড়তি চাপের কারণেই যানজটের সৃষ্টি হয়েছে। এতে নারী ও শিশুদের পোহাতে হচ্ছে চরম দুভোর্গ।

তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি বর্তমানে সহনীয় অবস্থায় চলে এসেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।