ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালের শিকারপুর বন্দরে আগুনে কোটি টাকা ক্ষতি: ক্ষতিগ্রস্তরা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার পুরাতন শিকারপুর বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। পুলিশও বলেছে একই কথা।

তবে ফায়ার স্টেশন কর্মকর্তা জানান হিসেব নিরুপন চলছে।

উজিরপুর ফায়ার সার্ভিস অফিসের স্টেশন কর্মকর্তা শ্রীনিবাস জানান, অগ্নিকাণ্ডে রুহুল কুদ্দুস, মো. ফরহাদ, মো. গিয়াস, মো. হানিফের মুদী, মো. কালামের আটা-ময়দার পাইকারী প্রতিষ্ঠান, মো. সায়েম, প্রেমানন্দ, রাবন বনিকের মনোহরি ও জলিল মিয়ার চালের আড়ত সম্পূর্ণ এবং বেশ কয়েকটি দোকান আংশিক তিগ্রস্থ হয়েছে। য়তি নিরুপন করা হচ্ছে।

অগ্নিকান্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিট বলে জানান স্টেশন কর্মকর্তা।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় জানান, য়তির পরিমান এক কোটি টাকা হবে। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বরিশাল, উজিরপুর ও গৌরনদীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ০১২৬ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।