ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিংড়ায় বিএনপিরকর্মীদের হামলায় ৩ আ.লীগ কর্মী আহত

আল মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১০

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাড়ি গ্রামে খাস পুকুর দখলকে কেন্দ্র করে বিএনপির কর্মীদের হামলায় ৩ আওয়ামী লীগকর্মী আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।



আহত ৩ জনকে পুলিশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ উপ-পরিদর্শক ফজলুল হক ও এলাকাবাসী বাংলানিউজকে জানায়, বিএনপিকর্মী আহম্মদ আলীর দখলে থাকা একটি খাস পুকুর সম্প্রতি আওয়ামী লীগ কর্মী আবেদ আলী লিজ নেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আবেদ আলীর লোকজন পুকুরটি দখল করতে গেলে আহম্মদ আলীর লোকজন হামলা চালায়। এতে আহত হন আবেদ আলী, সাদেক আলী ও রমজান। খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহম্মদ আলীর পুত্র আব্দুস ছবুর বাংলানিউজকে জানান, ‘বেশ কিছুদিন ধরে আবেদ আলীর লোকজন তাদের পরিবারের সদস্যদের ফোনে হত্যার হুমকি দিয়ে আসছিল। শুক্রবার সকালে তারা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নামে লিফলেট বিতরণ করতে এলে এলাকাবাসী তাদের মারপিট করে।

উপ-পরিদর্শক ফজলুল হক জানান, ‘হামলার ঘটনায় কোনো মামলা হয়নি। এ ছাড়া কোনো লিফলেটও পাওয়া যায়নি। ’

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।