ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৌদি আরব ও জর্দানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

ঢাকা: সৌদি আরব ও জর্দানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার।

এর মধ্যে সৌদি আরবে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত এম ফজলুল করিমকে জর্দানে এবং দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামকে সৌদি আরবে নিয়োগ দেওয়া হয়।



সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দু’টি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

শহীদুল ইসলাম পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি ব্রাসেলস, কলম্বো, আবুধাবি, রোম ও লস এঞ্জেলেসে বিভিন্ন দায়িত্ব পালন  করেন।

অন্যদিকে এম ফজলুল করিম সৌদি আরবের আগে ইতালিতেও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনিও পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।