ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাশিয়া, বেলজিয়াম ও জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০
রাশিয়া, বেলজিয়াম ও জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ দিনের এক রাষ্ট্রীয় সফরে রাশিয়া, বেলজিয়াম ও জাপান যাচ্ছেন। এ উপলক্ষে আগামী ২১ নভেম্বর তিনি যাত্রা শুরু করবেন।



প্রধানমন্ত্রী রাশিয়ার সেন্ট পিতার্সবার্গে আগামী ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক বাঘ সম্মেলনে অংশ নেবেন। সেখান থেকে বেলজিয়াম এবং পরে জাপান সফরে যাবেন।

সোমবার পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

দীপু মনি বলেন, রাশিয়া সফরের সময় রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র সম্পর্কিত কোনও চুক্তি হবে না।

এর কারণ হিসাবে তিনি বলেন, ‘কারণ এটি দ্বিপক্ষীয় সফর নয়। তাই প্রধানমন্ত্রী এ যাত্রা মস্কো যাচ্ছেন না। তিনি সেন্ট পিতার্সবার্গে যাচ্ছেন আন্তর্জাতিক বাঘ সম্মেলনে অংশ নিতে। ’

তবে সম্মেলনে রাশিয়ার প্রধানমন্ত্রী ভøাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করবেন বলে জানান দীপু মনি।

যেসব দেশে বাঘ রয়েছে সেসব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এ সম্মেলনে অংশ নেবেন।

রাশিয়া থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়াম যাবেন। ২৫ নভেম্বর ব্রাসেলসে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

এ সফরে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গেও তার বৈঠক হতে পারে।

২৮ নভেম্বর শেখ হাসিনা জাপান রওয়ানা হবেন।

দীপু মনি বলেন, ‘জাপান সফরের সময় বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে জাপানের আর্থিক ও কারিগরি সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। ’

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়নে জাপানের আগ্রহ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এসব ক্ষেত্রে তাদের সম্ভাব্য সহায়তার বিষয়েও কথা হবে। ’

দীপু মনি জানান, জাপানের সম্রাট আকিহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সেদেশের প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।

বৈঠক শেষে একটি যৌথ ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

দীপু মনি বলেন, ‘পদ্মা বহুমুখী সেতু নির্মাণে জাপানের অর্থায়নের সুনির্দিষ্ট আশ্বাসের আশা করছি। ’

এছাড়া জাপানের ব্যবসায়ী ও শিল্পপতিদের একটি বিনিয়োগ সম্মেলনে বক্তৃতা দেবেন শেখ হাসিনা । হিরোশিমার পিস পার্কে বিশ্বশান্তির ওপরও বক্তৃতা দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এসবের পাশাপাশি ওসাকার ব্যবসায়ী প্রতিনিধিরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

জাইকা, জেইটিআরও এবং জেবিআইসি-সহ বাংলাদেশের উন্নয়ন অংশীদার জাপানি সংস্থাগুলোর প্রধানদের সঙ্গেও শেখ হাসিনার বৈঠক করার কথা রয়েছে।

জাপানে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবনেরও উদ্বোধন করবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আগামী ২ ডিসেম্বর দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়:  ২০১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।