ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতির জনকের প্রতিকৃতি নিয়ে এক টাকার নতুন ধাতব মুদ্রা আসছে

ন্যাশনাল ডেস্ক: | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

ঢাকা: জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত এক টাকা মূল্যমানের ধাতব মুদ্রা ছাড়তে যাচ্ছে সরকার। ৮ জুলাই থেকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই মুদ্রা পাওয়া যাবে।



পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকেও নতুন এই মুদ্রা পাওয়া যাবে।

এআইএসআই-৪৩০ স্টেইনলেস স্টিল উপাদানে তৈরি ৩.২৫ গ্রাম ওজনের ২১.৫০ মিলিমিটার ব্যাসের গোলাকার এই মুদ্রার একদিকে জাতির জনকের প্রতিকৃতি ও অপরদিকে বাংলাদেশের জাতীয় প্রতীক স¤¦লিত নকশা মুদ্রিত থাকবে।

এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে, নতুন মুদ্রার পাশাপাশি একই মূল্যমানের বর্তমান ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।

বাংলাদেশ সময় ১৯৫০ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।