ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট কাল থেকে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সবকটি রুটে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

আগামীকাল সোমবার থেকে শ্যালো ইঞ্জিনচালিত যাত্রী পরিবহন নসিমন, করিমন ও আলমসাধুসহ সব ধরনের অবৈধ যান বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।



জেলা পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এ. নাসির জোয়ার্দার জানান, এসব অবৈধ যানবহন প্রধান ৯টি রুটে চলাচলের কারণে আমাদের ব্যবসা চরমভাবে মার খাচ্ছে। অনেকে লোকসান দিয়ে ব্যবসা গুটিয়ে নিয়েছেন।

তিনি বলেন, ব্যবসা টিকিয়ে রাখতে রোববার সকাল ১০টার দিকে জেলার ৫টি সংগঠনের নেতারা জেলা পরিবহন মালিক গ্র“পের কার্যলয়ে জরুরি বৈঠকে বসেন।

বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে ধর্মঘট কর্মসূচি নেওয়া হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কাল ধর্মঘট চলবে বলেও জানান পরিবহন নেতা নাসির।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, রাতারাতি এসব যান বন্ধ করা সম্ভব নয়।

ধর্মঘটের খবরে চুয়াডাঙ্গায় অবৈধ যানবাহন বন্ধে অভিযান শুরু হয়েছে। ট্রাফিক সার্জেন্ট মেহেদী হাসানের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থান থেকে ১০টি গাড়ি আটক করেছে ট্রাফিক পুলিশ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫৫, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।