ঢাকা: স্থানীয় সরকার আইন ২০০৯ ও স্থানীয় সরকার বিধিমালা ২০১০ অনুযায়ী, গাজীপুর পৌরসভাকে সিটি করপোরেশন করার অনুমোদন দিয়েছে সরকার। গাজীপুর ও টঙ্গী পৌরসভা এবং আশপাশের এলাকা নিয়ে এ সিটি করপোরেশন গঠিত হবে।
সোমবার সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো ছযটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তারকান্দা থানাকে উপজেলা, রংপুর পীরগঞ্জ সদরকে পৌরসভা, বরিশাল জেলার উজিরপুর উপজেলা সদরকে পৌরসভা, চট্টগ্রাম মহানগরের আরও চারটি নতুন থানা এবং চট্টগ্রামের মিরসরাই থানাকে ভেঙে জোরাগঞ্জ নামে নতুন একটি থানা করা হয়েছে।
নিকার সভা শেষে সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য দেন।
তিনি বলেন, “ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার তারকান্দা থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে। নতুন এ উপজেলায় ইউনিয়ন সংখ্যা ১০টি, আয়তন তিনশ’ ১৫ দশমিক ৯ বর্গকিলোমিটার। জনসংখ্যা ২ লাখ ৯২ হাজার ৪৫৬ জন। ”
রংপুর পীরগঞ্জ সদরকে পৌরসভায় উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। এ পৌরসভার জনসংখ্যা ৫০ হাজার।
বরিশাল জেলার উজিরপুর উপজেলা সদরকে পৌরসভা করার অনুমোদন দেওয়া হয়েছে। এ জনসংখ্যা ৫১ হাজার ৫৯৭।
চট্টগ্রামের ৮টি থানাকে বিভক্ত করে চকবাজার, আকবরশাহ, সদরঘাট ও ইপিজেড নামে চারটি নতুন থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
এসব থানার কার্যক্রম পরিচালনার জন্য দু’শ’ পদ সৃষ্টিরও অনুমোদন দেওয়া হয়েছে।
চকবাজার থানার আয়তন ৬ বর্গকিলোমিটার। জনসংখ্যা ২ লাখ ৬০ হাজার। আকবরশাহ থানার আয়তন ১০ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৪ লাখ। সদরঘাট থানার আয়তন ৭ বর্গকিলোমিটার। জনসংখ্যা ২ লাখ ৮০ হাজার এবং ইপিজেড থানার আয়তন ৬ বর্গকিলোমিটার। জনসংখ্যা সাড়ে ৩ লাখ।
চট্টগ্রাম জেলার মীরসরাই থানাকে বিভক্ত করে জোরারগঞ্জ নামে নতুন একটি থানার অনুমোদন দেওয়া হয়েছে। থানার কার্যক্রম পরিচালনার জন্য ৪৪টি পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন অনুমোদন পাওয়া জোরারগঞ্জের ইউনিয়ন পরিষদের সংখ্যা ৮টি এবং পৌরসভা একটি।
মাদারীপুর জেলার কালকিনি থানার ডাসার কদন্তকেন্দ্রকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। থানা পরিচালনার জন্য ২৪টি পদ সৃষ্টিরও অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন এ থানার ইউনিয়ন সংখ্যা পাঁচটি। আয়তন ৭৮ বর্গকিলোমিটার। জনসংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮৩৯।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
এসএমএ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/জেডএম