ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা মোসলেম গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলা থেকে রোববার ভোরে নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নেভি মোসলেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তালা থানা পুলিশ ও স্থানীয় সূত্র বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানায়, মোসলেম ওরফে নেভি মোসলেম ডাকাতিসহ একাধিক মামলার আসামি।

গত শনিবার রাতে উপজেলার দোহার এলাকার চিত্তরঞ্জন চক্রবর্তীর বাড়িতে ডাকাতির ঘটনায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

তালা থানার অফিসার ইন চার্জ (ওসি) লিয়াকত জানান, রোববার ভোরে উপজেলার আটুলিয়া বাজার এলাকা থেকে মোসলেমকে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করে।

তিনি বলেন, ‘তালা উপজেলার জেঠুয়া গ্রামের দেশের মোড়লের ছেলে মোসলেমকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ’

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।