ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পরীক্ষায় অসদুপায় অবলম্বন : ঢাবিতে ৫ মাসে ৫৫ জন বহিষ্কার

তানিন মেহেদি, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০
পরীক্ষায় অসদুপায় অবলম্বন : ঢাবিতে ৫ মাসে ৫৫ জন বহিষ্কার

ঢাকা : পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে গত ৫ মাসে ৫৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্র্র্তৃপক্ষ।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, হোম ইকোনোমিক্স কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হয়।



এসব পরীক্ষা মনিটরিং করার জন্য একটি ডিসিপ্লিনারি বোর্ড রয়েছে। প্রতি ৫ মাস পর এই বোর্ড বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা শিক্ষার্থীদের ব্যাপারে বৈঠকে বসে।

সর্বশেষ গত ৮ নভেম্বর বোর্ডের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ডের এক বৈঠকে ৬৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

এ সময় উল্লিখিত শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে বলা হয়, বিগত সময়ের তুলনায় বর্তমানে পরীক্ষায় অসদুুপায় অবলম্বনের হার কমলেও এ ক্ষেত্রে প্রযুক্তির ব্যাবহার বাড়ছে।

অভিযুক্ত ৬৫ জনের মধ্যে ১০ জনের অপরাধ তুলনামূলক কম হওয়ায় বোর্ড তাদের চিঠি দিয়ে সতর্ক করেছে।

বাকিদের বিরুদ্ধে অপরাধের মাত্রা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ৩০ জনকে এক বছরের জন্য, ১৮ জনকে ২ বছরের জন্য এবং ৭ জনকে ৩ বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বোর্ডের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম খান বাংলানিউজকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা বছর বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে ওই শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের আগামী বৈঠকে এ বহিষ্কারাদেশ কার্যকর হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময় : ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।