ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইভ টিজিং : চট্টগ্রামে বখাটের ২০ দিনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

চট্টগ্রাম: ইভ টিজিংয়ের অভিযোগে চট্টগ্রামে এক বখাটেকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি মোড়ে এক নারীকে উত্যক্ত করার দায়ে মোহাম্মদ সৈয়দ (২৯) নামে ওই বখাটে যুবককে এই শাস্তি দেওয়া হয়।



অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্রেট মাহাবুবুর রহমান বৃহস্পতিবার ওই যুবককে ২০ দিনের কারাদণ্ড ও দু’শ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ দিনের কারাদণ্ড দেন।

চট্টগ্রাম আদালতের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বাংলানিউজকে বলেন, ‘প্রকাশ্যে এক নারীকে উত্যক্ত করার অভিপ্রায়ে অশালীন অঙ্গভঙ্গির দায়ে মেট্রোপলিটন আইনের ৭৭ ধারায় ওই যুবককে কারাদণ্ড দিয়েছেন বিচারক। ’

নগরীর কোতয়ালী থানার ডিউটি অফিসার এসআই মর্জিনা আখতার বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে বখাটে যুবক সৈয়দ মোহাম্মদ রাস্তা দিয়ে যাওয়া এক নারীকে দেখিয়ে অশালীন অঙ্গভঙ্গি করেন এবং বিভিন্ন বাজে মন্তব্য করেন। এ সময় ওই নারী যুবকের আচরণের প্রতিবাদ করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে ধরে ফেলে এবং পুলিশের কাছে সোপর্দ করে। বিকেলে পুলিশ তাকে আদালতে হাজির করে।

মোহাম্মদ সৈয়দ কাজীর দেউড়ি বাজারের ভাসমান ভ্যান চালক। তার বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায় বলে জানান এসআই মর্জিনা আখতার।

বাংলাদেশ সময় : ২০৪১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।