ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামরাইতে বেতন ও বোনাসের দাবিতে গার্মেন্ট কর্মীদের বিক্ষোভ, আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০
ধামরাইতে বেতন ও বোনাসের দাবিতে গার্মেন্ট কর্মীদের বিক্ষোভ, আহত ২০

ঢাকা: ধামরাইতে ঈদের আগেই নতুন মজুরিকাঠামো অনুযায়ী বেতনভাতা ও বোনাসের দাবিতে পোশাক শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে বিক্ষোভ সংঘর্ষে রূপ নেয়।

এতে আহত হয়েছে ২০ জন।

বৃহস্পতিবার দুপুরে ধামরাইয়ের শ্রীরামপুরে গ্র্যাফিক্স টেক্সটাইল লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।   এ ঘটনায় সেখানে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রমিকরা জানান, ঈদের আগেই নতুন মজুরিকাঠামো অনুযায়ী বেতন-ভাতা ও বোনাসের দাবিতে কারখানায় গিয়ে কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করেন তারা। এ সময় মালিক পরে লোকজন শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে উভয়পরে মধ্যে প্রথমে কথাকাটাকাটি পরে তা সংঘর্ষে রূপ নেয়।   এ সময় উভয় পরে কমপে ২০ জন আহত হন।   পরে পুলিশের উপস্থিতিতে মালিকপ শ্র্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আলমগীর হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।