ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে’ -শাহরিয়ার কবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

‘এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। ’ ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্ময়কারী শাহরিয়ার কবির রোববার পুরান ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ইন্টারন্যাশনাল ক্রাইম টাইব্যুনাল) পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন।



শাহরিয়ার কবির বলেন, ‘সারা বিশ্বে বাংলাদেশের মুক্তিযোদ্ধের দলিল ছড়িয়ে আছে। সেগুলো একত্রিত করতে হবে এবং তা দুই তিন মাসের মধ্যেই হতে হবে। এ সরকারের আমলেই শীর্ষ স্থানীয় যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। ’

শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, ‘আমরা এ অপরাধ ট্রাইব্যুনালকে সাহায্য করতে সহায়ক মঞ্চ গঠণ করেছি। এই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং আইনজীবী প্যানেলে সঙ্গে খুব শিগ্রই আলোচনায় বসবো। তাদের কি ধরনের সহযোগিতা প্রয়োজন সেটা আমরা তাদের কাছে জানবো। ’

এসময় শাহরিয়ার কবিরের সঙ্গে আরো ছিলেন অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি আব্বাস ফয়েজ।

শাহরিয়ার করির আরও বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি এই ট্রাইব্যুনালে আরও দক্ষ তদন্ত কর্মকর্তা ও আইনজীবী দরকার। ’

আইনজীবী প্যানেলে আন্তর্জাতিক মানের আইনজীবী দরকার কি-না এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার কবির বলেন, ‘আমাদের দেশে আন্তর্জাতিক মানের অনেক আইনজীবী আছেন। তারা এ ব্যাপারে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। ড. কামাল হোসেনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের বলেছেন ট্রাইব্যুনাল এবং সরকার যদি চায় তিনি অবশ্যই সরকারকে সাহায্য করবেন। ’

শাহরিয়ার কবির বলেন, ‘ট্রাইব্যুনালের সদস্যদের পর্যাপ্ত নিরাপত্তা নেই। ট্রাইব্যুনাল যে স্থানে অবস্থিত সে স্থানটির কোন নিরাপত্তা নেই। কিন্তু এদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলবো। ’
আটক জামায়াতের তিন শীর্ষ নেতাকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার করা যায় কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল ইচ্ছে করলে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে।
তদন্ত ব্যবস্থার ধীরগতি নিয়ে তিনি বলেন, ‘আমরা ১৮ বছর ধরে এ যুদ্ধ অপরাধীদের বিচার চেয়ে আসছি। যতো সময় লাগুক আমরা তাদের ছাড়ছি না। ’

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ