ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৎস্য কর্পোরেশনের ব্যবস্থাপক সাবেক দুই ছাত্রলীগ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

ঢাকা: বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের দুটি ব্যবস্থাপক পদে নিয়োগ পেয়েছেন সাবেক দুই ছাত্রলীগ নেতা। এরা হচ্ছেন মুর্শেদুজ্জামান সেলিম ও মোহাম্মদ আলমগীর হাসান।



যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তারা।

রোববার বিকেলে এ বিষয়ে একটি প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।

আলমগীর হাসান একসময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক এবং মোর্শেদুজ্জামান সেলিম কেন্দ্রীয় কমিটির অর্থ-সম্পাদক ছিলেন।

ছাত্রলীগের বাহাদুর ব্যাপারী ও অজয় কর খোকন নেতৃত্বাধীন কমিটিতে ছিলেন সেলিম। আর আলমগীর হাসান ছিলেন লিয়াকত সিকদার ও নজরুল ইসলাম বাবুর নেতৃত্বাধীন কমিটিতে ।    

উল্লেখ্য, আলমগীর হাসান এর আগে পূর্তপ্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের ব্যক্তিগত সহকারী হিসেবে রাজনৈতিকভাবে নিয়োগ পেয়েছিলেন। কিন্তু প্রতিমন্ত্রীর অনিচ্ছায় তা বাতিল হয়ে যায়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।