ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌচাকে পুলিশ দেখে সটকে পড়েন জামায়াতের বিক্ষোভকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

ঢাকা: জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতার গ্রেপ্তারের প্রতিবাদে রোববার রাজধানীর মালিবাগ-মৌচাক মোড়ে বিক্ষোভকারী দলীয় নেতাকর্মীরা পুলিশের গাড়ি দেখে সটকে পড়েন।

তারা রাস্তা ছেড়ে মৌচাক মার্কেটের ভেতর আশ্রয় নেন বলে ঘটনাস্থল থেকে জানান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি’র স্টাফ করেসপন্ডেন্ট।



তিনি আরও জানান, দুপুর দেড়টায় রাজধানীর কাকরাইল মোড়ে প্রতিবাদ মিছিল করার কথা থাকলেও হঠাৎ করেই জামায়াতের নেতাকর্মীরা মালিবাগ-মৌচাক মোড়ে জড়ো হয়ে রাস্তার দুপাশের গাড়ি আটকে বিক্ষোভ মিছিল শুরু করেন।

এ সময় ১৪/১৫ জন পুলিশ গাড়ি নিয়ে দ্রুত বিক্ষোভ স্থলের দিকে এগিয়ে এলে জামায়াতের নেতাকর্মীরা মৌচাক মার্কেটের ভেতর ঢুকে পড়েন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।