ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ১০ কৃষক আহত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

সিলেট: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ১০ কৃষক আহত হয়েছেন। তাদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।



রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, ভোর থেকেই ভারতীয় খাসিয়ারা বাংলাদেশ সীমান্তের ৩ শ’ গজ ভেতরে ঢুকে জমিতে চাষ দিতে শুরু করে। বেলা ১টার দিকে কৃষকরা বাধা দিতে গেলে খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ১০ বাংলাদেশি কৃষক আহত হন।

২১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশ পাওয়ার পর এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ’

(আপডেট আসছে)

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।