ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১টি মামলায় ১দশক ধরে ঝুলে আছে জাবি’র সিনেট নির্বাচন

জাহিদুর রহমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

সাভার: একটি মামলার কারণে প্রায় একদশক ধরে ঝুলে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন। ২০০০ সালে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মামলা হলে আদালত নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

এরপর গত এক দশকে পাঁচ দফায় উপাচার্য বদল হলেও মামলা নিষ্পত্তির ক্ষেত্রে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয় নি।

১৯৯৭ সালে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদের মেয়াদে সর্বশেষ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির সর্বোচ্চ ভোট পেয়ে সিনেটর নির্বাচিত হন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সূত্রে জানাগেছে, সর্বশেষ ১৯৯৭ সালের নির্বাচনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে উনিশ ব্যাচের গ্র্যাজুয়েটরা। এরই মধ্যে ৩৩তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবও পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সে হিসাবে প্রায় ১৩ হাজার গ্র্যাজ্যুয়েট বঞ্চিত রয়েছেন তাদের প্রিয় ক্যাম্পাসের সিনেটর পদে নির্বাচনে অংশগ্রহণ থেকে।

জানা গেছে, ২০০০ সালে  উপাচার্য অধ্যাপক আবদুল বায়েসের মেয়াদে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট পদে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ওই নির্বাচন প্রক্রিয়া অনিয়মের অভিযোগ তুলে সিনেটর ডক্টর এনামউল্যা ও আবদুর রব আদালতে মামলা করেন। পরে আদালত ওই নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা জারি  করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩’র অধ্যাদেশ ১৯ (১) (আই) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জনকারী শিার্থীদের মধ্য থেকে ২৫ জনকে সিনেটর নির্বাচিত করার নিয়ম রয়েছে। ওই নিয়ম অনুযায়ী বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শ্রেনীতে ৯৩জন সিনেটর রয়েছেন। এদের মধ্যে গ্র্যাজুয়েট প্রতিনিধি আছেন ২৫ জন।

এক দশকের বেশী সময় ধরে সর্বোচ্চ কর্তৃপ সিনেটে অংশ নিতে না পারায় সমসমায়িক ও প্রাসঙ্গিক অনেক বিষয়ই উপেতি থাকছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট নাট্যজন সালাম সাকলাইন। তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয়ে গতিশীলতার স্বার্থে অবিলম্বে এ নির্বাচন হওয়া উচিৎ।

সিনেটের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বাংলানিউজ টোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘বিষয়টি দীর্ঘদিনের পুরনো। তবে নির্বাচন অনুষ্ঠানের জন্য আদালতের মামলা দ্রুত নিষ্পত্তির ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। ’  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।