ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় পতাকা, সঙ্গীত ও প্রতীক অবমাননার শাস্তি ২ বছর জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১০
জাতীয় পতাকা, সঙ্গীত ও প্রতীক অবমাননার শাস্তি ২ বছর জেল

ঢাকা: এখন থেকে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও জাতীয় যেকোনো প্রতীকের অবমাননা করলে দুই বছর জেল অথবা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

আজ মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ন্যাশনাল এনথেম, ফ্যাগ অ্যান্ড এমব্লেম (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১০-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।



বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরও জানান, বৈঠকে প্রবাসীকল্যাণ ব্যাংক আইন ২০১০-এরও খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ ব্যাংক থেকে বেকার যুবকরা জামানতবিহীন ঋণ নিয়ে প্রবাসে গিয়ে অর্থ উপার্জন করে তা পরিশোধ করতে পারবেন।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব জানান, প্রবাসী বাঙালিদের দেশে বিনিয়োগে উৎসাহিত করতে ও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এ ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়েছে। এটি তদারক করবে কর্মসংস্থান ব্যাংক । এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দেবে সরকার।

তিনি আরও জানান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট ২০১০-এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বৈঠকে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪০৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।