ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কার্গো ভিলেজে আগুন লাগা ভবনটি কিছুটা ঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, অক্টোবর ১৯, ২০২৫
কার্গো ভিলেজে আগুন লাগা ভবনটি কিছুটা ঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস ছবি: শাকিল আহমেদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো শাখার আগুন সম্পূর্ণ নির্বাপিত হয়েছে। তবে প্রায় সাড়ে ২৬ ঘণ্টা ধরে আগুন জ্বলায় ভবনটি কিছুটা ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

রোববার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে আয়োজিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই কথা জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফিন্সের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

অগ্নিকাণ্ডের শিকার ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। কারণ এখানে টেম্পারেচার অনেক হাই ছিল। প্রায় ২৪ ঘণ্টা ধরে এখানে আগুন জ্বলেছে। এত টেম্পারেচার কোনো সাধারণত কনস্ট্রাকশন ধরে রাখতে পারে না। এজন্য আমরা ভেতরে দেখেছি, বেশ কিছু ফাটল ধরেছে, কলামেও ফাটল ধরেছে। এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, তবে অতটা ঝুঁকিপূর্ণ নয়। আমরা যেহেতু কাজ করছি, বেশি ঝুঁকিপূর্ণ হলে আমরা হয়তো ভেতরে ঢুকতাম না। আশা করি ভবন কর্তৃপক্ষ অবশ্যই জরিপ করে বের করবেন যে ভবনটি কতটুকু ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, নির্বাপণের পরেও ধোঁয়া থাকতে পারে। এজন্য আমাদের চারটি ইউনিট এখানে থাকবে। যাতে অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়ানো যায়।

এর আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে বিমানবন্দরের আমদানি কার্গো শাখার আগুন পুরোপুরি নির্বাপণ করে সার্ভিস।

এ বিষয়ে তাজুল ইসলাম বলেন, আগুন সম্পূর্ণ নির্বাপণ হলেও যেহেতু এখানে স্টিল স্ট্রাকচার রয়েছে, এগুলো হিট অ্যাবজরভ করেছে এবং এখনো হিট রিলিজ করছে। এছাড়া কিছু কম্বাসেবল মেটেরিয়াল রয়ে গেছে। এজন্য কিছুটা ধোঁয়া দেখা যাচ্ছে। তবে ভয়ের কোনো কারণ নেই। কোনো ফ্লেম নেই। আর ফ্লেম যদি হয়ও তাহলে আমাদের ৪টি ইউনিট এখানে অবস্থান করবে। যতক্ষণ পর্যন্ত এই ধোঁয়াগুলো থাকবে, ততক্ষণ তারা থাকবে। তবে আশা করছি যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আর নেই। তাই আমরা এটা নির্বাপণ ঘোষণা করছি।

এর আগে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। মোট ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।

এসসি/ইএসএস/এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।