ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইবির নতুন ভিসি আব্দুল হাকিম

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
ইবির নতুন ভিসি আব্দুল হাকিম

কুষ্টিয়া: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বৃহস্পতিবার সকালে নতুন ভিসি আব্দুল হাকিম সরকারকে নিয়োগ দেন।



কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এইচ এম আক্তারুল ইসলাম বাংলানিউজকে নতুন ভিসি নিয়োগের বিষয়টি নিশ্চিত করে জানান, যে কোনো সময় নতুন ভিসি দায়িত্ব নেবেন।
 
উল্লেখ্য, গত ৪ মাস ধরে ভিসি, প্রোভিসি ও কোষ‍াধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তাদের অপসারণ দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। আর এ আন্দোলনের ফলে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম।  

এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. এয়াকুব আলী বাংলানিউজকে বলেন, “শুধুমাত্র নতুন ভিসি নিয়োগ নয়, প্রোভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন ও কোষাধ্যক্ষ শাজাহান আলীকেও অপসারণ করতে হবে। তা না হলে আমরা ক্লাসে ফিরে যাবো না। ”  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।