ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

আদমজী ইপিজেডে স্যোয়েটার কারখানায় শ্রমিক বিক্ষোভ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১০

নারায়ণগঞ্জ: মজুরী বাড়ানোর দাবিতে জেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকার হাইল্যান স্যোয়েটার কারখানায় রোববার সকালে বিক্ষুব্ধ শ্রমিকদের হাতে ফোর ইনচার্জসহ দু’জন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে শ্রমিকরা কারাখানার প্রধান ফটকে তালা দিয়ে ভেতরে মিছিল ও সভা করছে।



আহত দু’জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

কারখানা সূত্র জানায়, কম মজুরী ধরা নিয়ে সকাল ১০টার দিকে কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) এসএম বদরুল আলম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, সকালে শ্রমিকরা কারখানার ফোর ইনচার্জসহ কয়েকজনকে মারধর করার পর গেটে তালা ঝুলিয়ে দিয়ে ভেতরে অবস্থান নেয়। সেখানেই তারা মিছিল ও সভা করে।  

ওসি বদরুল বলেন, ‘আমরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনে আছে। তাদের দাবি দাওয়া লিখিত আকারে পেলেই আমরা শ্রমিক প্রতিনিধি ও মালিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসে সমস্যার সমাধানের চেষ্টা করব। ’

এ ব্যাপারে কারখানা কর্তূপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশে সময়: ১২:০০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।