bangla news

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৭-০৩ ৫:৫০:০৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিডিআর।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিডিআর।

চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম জানান, শনিবার রাত পৌনে ১টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রাম দিয়ে কয়েকজন চোরাচালানীকে আসতে দেখে সীমান্ত ফাঁড়ির বিডিআর টহল দল তাদের ধাওয়া করে।

এ সময় চোরাচালানীরা একটি ব্যাগ আমবাগানে ফেলে পালিয়ে গেলে বিডিআর ওই ব্যাগ থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছে বিডিআর। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2010-07-03 17:50:03