ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

আমরা এখনও কোথাও ফেইল করিনি: উপদেষ্টা রিজওয়ানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, অক্টোবর ৮, ২০২৫
আমরা এখনও কোথাও ফেইল করিনি: উপদেষ্টা রিজওয়ানা ফাইল ফটো

আমাদের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারে তো আমরা এখনও কোথাও ফেইল করিনি বলে জানিয়েছেন পরিবেশ এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

সবকিছু মিলে রাজনীতি কোন দিকে যাচ্ছে, নির্বাচন কি আসলে হবে? সেদিকে কি সরকার এগোচ্ছে না কি, এমন প্রশ্নের জবাবে পানি সম্পদ উপদেষ্টা বলেন আমি মনে করি যে, পরিস্থিতি একদমই স্থিতিশীল আছে। শুধু যে অন্তর্বর্তী সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তা না। সব রাজনৈতিক দলও ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে তাদের কার্যক্রম শুরু করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এইখানে আর কোন প্রশ্নবোধক চিহ্ন তোলার আর কোন সুযোগ বা অবকাশ আছে বলে আমরা মনে করছি না।

তিনি বলেন, দ্বিতীয়ত হচ্ছে সংস্কার বিচার এগুলো চলমান প্রক্রিয়া। বিচারের গতিতে চলছে। বিচার কিভাবে চলছে এটা প্রত্যেকে আপনারা প্রত্যক্ষ করতে পারছেন এবং বিচারের ক্ষেত্রে আমাদের যে কমিটমেন্ট সেটাও আমরা দেখিয়েছি যে যখন আমরা দেখেছি একটা ট্রাইব্যুনালের ওপর চাপ বেশি হয়ে যায় আমরা আরেকটা ট্রাইব্যুনাল বাড়িয়েছি কাজেই বিচার বিচারের গতিতে চলছে। আমরা আমাদের মতো ওটাকে প্রাধান্য দিচ্ছি এবং প্রাধান্য দিয়ে সে মোতাবেক কাজ এগিয়ে যাচ্ছি। বিচার আমরা অবশ্যই চাই এবং আমরা অবশ্যই চাই যে সুবিচার নিশ্চিত হোক সেজন্য যে পদ্ধতি অনুসরণ করতে হবে সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

রাজনৈতিক দলগুলোর সাথে কি ঐক্যমত হয়নি? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঐক্যমত হয়নি কথাটা তো ঠিক না। ঐক্যমত তো হয়েছে। অনেক বড় বড় বিষয় ঐক্যমত হয়েছে। এখন যেসব বিষয়ে সংস্কার কেন্দ্রিক ঐক্যমত হয়েছে সেসব ঐক্যমতের বাস্তবায়নটা কেমন করে হবে সেখানেও আলোচনা হয়েছে। সেখানেও মোটামুটি বিভিন্ন অপশন নিয়ে আলোচনা হয়েছে। দুই-একটা অপশনের দিকে রাজনৈতিক দলগুলো বেশি সমর্থন দিচ্ছেন।  

সৈয়দা রিজওয়ানা বলেন, আপনি যদি একটা রাজনৈতিক প্রসেসে একটা রাজনৈতিক পদ্ধতিতে কিছু প্রশ্নের সমাধান চান এইটা আপনার আপস অ্যান্ড ডাউনস হবেই। এটা তো স্মুথ যাওয়ার কোনো সুযোগ নেই। স্মুথ যাচ্ছে কোন পদ্ধতিটা যে সবাই আলোচনায় আসছেন। সবাই আলোচনায় বসছেন। সবাই আলোচনায় মতামত দিচ্ছে। এটা তো একটা স্মুথ প্রসেসে হচ্ছে।

তিনি বলেন, পরিবর্তনটা কেমন করে হবে? এখানে তো রাজনৈতিক ডিবেট থাকবেই। সেখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা একটা জায়গায় আছি, এটা কোন চাপিয়ে দেওয়ার বিষয় না। চাপিয়ে দিলে কোনো কিছুই আর আপনার টেকসই হবে না। এটা আমরা এর আগেও দেখেছি। কিন্তু তিন দলীয় রূপরেখা তারপরেও আমরা ওয়ান ইলেভেন এর সময় দেখেছি। আমরা চাপিয়ে না দিয়ে সবার একমত হয়ে যেটুকুন করতে চাইবে আমরা সেটুকুন সংস্কারের ঐক্যমত এবং পদ্ধতির ঐক্যমতের দিকেই যাব এবং এই যে এটা রাজনৈতিক আলোচনা। এখানে তো উত্তাপ থাকবে, তাপ থাকবে। এখানে একমত থাকবে। সবই থাকবে। এটা তো খুবই স্বাভাবিক।

নির্বাচনের আগে গণহত্যার বিচার কখন হবে বা কতটা দৃশ্যমান হবে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেটা তো আসলে পুরো শুনানি প্রক্রিয়া শেষ হবে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হবে তার পরে বলা যাবে। আমি তো তার আগে বলতে পারবো না যে এটা অক্টোবর মাসের আয় হবে প্রক্রিয়া শেষ হওয়ার পরে তারপরে বলা যাবে যে হবে কি না। আমরা সেই পথেই এগোচ্ছি।  

তিনি বলেন, আমাদের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারে তো আমরা এখনও কোথাও ফেইল করিনি। ফলে যে মামলাগুলো আছে বিচারাধীন সেগুলোর বিচার প্রক্রিয়া শেষ হলেই হবে এবং দেড় বছরে বিচারের রায় হয় এটা তো অসম্ভব কিছু না। এর আগেতো আমরা দেখেছি যে দেড় বছরে বিচারের রায় হয়তো আমরাও আশা করব যে রায় হয়তো হবে।  

ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞাটা আপনাদের কাছে কি? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই সরকার একটা ভালো নির্বাচন করতে চাচ্ছে। সরকার প্রথম থেকে বলেছে একটা স্বচ্ছ নির্বাচন জনগণ যেই নির্বাচনে অংশ নেবে সেই নির্বাচনটা চাই এবং জনগণের অংশগ্রহণের পথে যাতে কোনো কিছু কোন অন্তরায় না হয় সেজন্য সরকার নির্বাচন কমিশনকে যতভাবে সহায়তা দেওয়া যায় ততভাবে সহায়তা দেবে।  

একটা বড় দল এখানে অংশ নিতে পারবে কি পারবে না সেটা নিয়েও এক ধরনের ধোঁয়াশা সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলবেন, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কোন রাজনৈতিক দলের অংশগ্রহণ করা না করার বিষয়টা আইনি হতে পারে। অংশগ্রহণ করা না করার বিষয়টা তাদের পলিটিক্যাল ওয়েটেজ অনুযায়ী ডিসাইডেড হবে।

নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার কি নির্বাচন করবে না কি আরেকটা নির্বাচনকালীন সরকার হবে সেটা ছোট ফরমেটে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমি এরকম কোন কথা শুনিনি। এই অন্তর্বর্তী সরকারই নির্বাচন পর্যন্ত এটাই হচ্ছে অবস্থা।

জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।