ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শীর্ষ সন্ত্রাসী মুকুল ভারতে আটক

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১০
শীর্ষ সন্ত্রাসী মুকুল ভারতে আটক

ঢাকা: বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী মুকুল ভারতের পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনায় পুলিশের হাতে আটক হয়েছেন।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছিল স্কটল্যান্ড ইয়ার্ড।

ওই সময় ঘটনার তদন্তে নিয়োজিত স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা সন্দেহভাজনদের স্কেচ দেখে মুকুলকে শনাক্ত করে।

পুলিশের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, মুকুল রাজধানী ঢাকার একটি বড় সন্ত্রাসী চক্রের নেতা। ঢাকা শহরের বিভিন্ন আলোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সময় মুকুলকে এম১৬ অ্যাসল্ট রাইফেল হাতে দেখা গেছে।

কুটনৈতিক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত মুকুলকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে।

মুকুলের পুরো নাম মকবুল হোসেন। তার বাড়ি সাতক্ষীরা অঞ্চলে।    

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।