ঢাকা: তথ্য অধিকার সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল রোববার ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’উদযাপন করা হবে। ইউনেস্কো স্বীকৃত এ দিবসটি প্রতিবছর ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য বিবরণীতে আরও জানানো হয়েছে, দিবসটি উদযাপন উপলক্ষে রোববার বিকেল তিনটায় ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তথ্য কমিশনের সচিব নূর মাহবুবুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।
দিবসটি উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জিসিজি/এসআইএস