ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সুজানগরে সাপের দংশনে স্বামী-স্ত্রী’র মৃত্যু

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০

পাবনা: পাবনার সুজানগর উপজেলায় সোমবার রাতে সাপের দংশনে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু ঘটেছে। নিহতরা হলেন, উপজেলার চর খলিলপুর গ্রামের সিরাজুল ইসলাম (৪০) ও তার স্ত্রী আসমা খাতুন (৩৫)।



একই গ্রামের আব্দুল ওয়াহেদ বাংলানিউজকে জানান, নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সোমবার রাত আনুমানিক দুইটা’র দিকে একটি বিষধর সাপ তাদেরকে দংশন করে। তাদের চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়।

পরে আশংকাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেবার পথে তাদের দু’জনেরই মৃত্যু হয়।

এক সঙ্গে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।