ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পল্লবী থেকে বৃদ্ধ নিখোঁজ, খুঁজছে পুলিশ

  নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, সেপ্টেম্বর ১১, ২০২৫
পল্লবী থেকে বৃদ্ধ নিখোঁজ, খুঁজছে পুলিশ

চাঁদপুরের বাসিন্দা মো. আব্দুল মান্নান রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ হয়েছে। তাকে খুঁজতে পল্লবী থানায় নিখোঁজ ডায়েরি করেছে পরিবার।

 

পুলিশ জানায়, ৬৭ বছর বয়সী মো. আব্দুল মান্নান চাঁদপুরের বাসিন্দা। গত ১ সেপ্টেম্বর ভোরে পল্লবীর ১১ নম্বরের সেকশনের মেয়ের স্বামীর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

নিখোঁজ আব্দুল মান্নান এক বছর আগে স্ট্রোক করেন। এখন তিনি স্পষ্ট করে কথা বলতে পারেন না। তার মেয়ের স্বামী জাহাঙ্গীর হোসেন পল্লবী থানায় ২ সেপ্টেম্বর নিখোঁজ ডায়েরি দায়ের করেন।

নিখোঁজ বৃদ্ধের সন্ধান পেলে জানাতে অনুরোধ জানিয়েছেন পল্লবী থানা পুলিশের উপ-পরিদর্শক আরিফ রব্বানী (০১৭১২৪৩৬৩৮৬)। বৃদ্ধের মেয়ের স্বামী জাহাঙ্গীরের ফোন নম্বর ০১৭০১৪৬৮১৪৯।  

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।