ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাশিয়ার ২৫০তম পরমাণু চুল্লির সংযোজন শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, সেপ্টেম্বর ১, ২০২৫
রাশিয়ার ২৫০তম পরমাণু চুল্লির সংযোজন শুরু পরমাণু চুল্লি

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম তাদের ইতিহাসে ২৫০তম পরমাণু চুল্লির নির্মাণকাজ শুরু করেছে। তুরস্কের আকুইয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চতুর্থ ইউনিটের জন্য ভিভিইআর রিয়্যাক্টরের চুল্লি পাত্রের কন্ট্রোল সংযোজন করছে রোসাটমের যন্ত্রপ্রকৌশল বিভাগ ‘এটমাস প্ল্যান্ট’।

চলতি বছর রুশ পারমাণবিক শিল্পের ৮০তম বার্ষিকীতে এই মাইলফলক অর্জনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোসাটম যন্ত্রপ্রকৌশল বিভাগের প্রধান ইগোর কতোভ বলেন, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে শত শত পারমাণবিক প্রকল্পে আমাদের উৎপাদিত যন্ত্রাংশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পারমাণবিক আইসব্রেকার নির্মাণেও এগুলোর বিশেষ ব্যবহার রয়েছে। সামনে আমাদের আরও উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প আছে—যেমন সেভের্স্কে বিশ্বের প্রথম চতুর্থ প্রজন্মের এনার্জি কমপ্লেক্স এবং রুশ নৌবহরের জন্য ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ।

আকুইয়ু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রধান নির্বাহী সের্গেই বুচকিখ জানান, রুশ পারমাণবিক শিল্প প্রতিষ্ঠানগুলো আকুইয়ু প্রকল্পে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে নিজেদের প্রমাণ করেছে। উন্নত প্রযুক্তি ও গভীর দক্ষতা তাদের যন্ত্রপাতিকে করেছে উচ্চমানসম্পন্ন। কয়েক দশক ধরে রুশ প্রযুক্তি বিশ্বজুড়ে আস্থার প্রতীক হয়ে আছে।

এটমাস প্ল্যান্টের প্রধান ম্যাক্সিম ঝিতকভ বলেন, রিয়্যাক্টরের প্রতিটি ক্ষুদ্র অংশ যাতে সর্বোচ্চ নির্ভুলতায় স্থাপিত হয়, তা নিশ্চিত করা হয় কন্ট্রোল সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে। পাশাপাশি আগামী ৬০ বছর চুল্লিটি সঠিকভাবে কার্যকর থাকবে কি না তাও যাচাই করা হয় এই সংযোজনের মাধ্যমে।

এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।