ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন জাম্পা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, আগস্ট ২০, ২০২৫
আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন জাম্পা অ্যাডাম জাম্পা/সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার অ্যাডাম জাম্পা আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেয়ার্নসে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে অনুপযুক্ত ভাষা ব্যবহারের কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

আইসিসির কোড অব কন্ডাক্টের ধারা ২.৩ অনুযায়ী—আন্তর্জাতিক ম্যাচ চলাকালে শোনা যায় এমন অশোভন শব্দ ব্যবহার করায় জাম্পাকে লেভেল-১ অপরাধে অভিযুক্ত করা হয়। এর ফলে তার শৃঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসে এটি ছিল তার প্রথম অপরাধ।

ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩৭তম ওভারে, যখন নিজের বোলিংয়ে একটি মিসফিল্ড ও থ্রো-ওভারের পর ক্ষোভে আপত্তিকর ভাষা ব্যবহার করেন জাম্পা। ঘটনাটি স্টাম্প মাইকে ধরা পড়ে এবং সম্প্রচারে চলে আসে।

লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি সতর্কবার্তা এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও এক থেকে দুই ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে। তবে জাম্পা নিজের দোষ স্বীকার করায় এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ৯৮ রানে জয় পায়। জাম্পা ব্যাট হাতে ১১ রান করেন এবং বল হাতে নেন ১ উইকেট দিয়ে ৫৮ রান খরচ করেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে প্রোটিয়ারা বর্তমানে ১-০ তে এগিয়ে আছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।