ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকা কলেজে কমল রিডিং ক্লাবের সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, আগস্ট ১৭, ২০২৫
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকা কলেজে কমল রিডিং ক্লাবের সভা

বিএনপি চেয়ারপারসন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ‘খালেদা জিয়ার অপর নাম, আপসহীন সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে কমল রিডিং ক্লাব।

শনিবার (১৬ আগস্ট) ঢাকা কলেজের একাডেমিক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল। তিনি খালেদা জিয়ার সু-স্বাস্থ্য কামনা করেন এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্রের সংগ্রামে আপসহীন মনোভাবকে অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন এস রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন ইমন, যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান ও আবির রায়হান, কেন্দ্রীয় নেতা শামীম শেখ প্রমুখ।

এছাড়া সভায় বক্তারা তাদের বক্তব্যে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।  

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোয়াইব আহমেদ সজীবের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন মাফি। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী এবং বিশ্বের দ্বিতীয় ‘নেলসন ম্যান্ডেলা’ বেগম খালেদা জিয়া।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।