ঢাকা, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ানদের মতোই সামাজিক নিরাপত্তা সুবিধা পাবেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, আগস্ট ১২, ২০২৫
বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ানদের মতোই সামাজিক নিরাপত্তা সুবিধা পাবেন

ঢাকা: বাংলাদেশি কর্মীরা এখন থেকে মালয়েশিয়ান কর্মীদের মতো একই সামাজিক নিরাপত্তা সুবিধা পাবেন। তারা বাংলা ভাষায় অভিযোগও দায়ের করতে পারবেন।

মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়া প্রতিনিধিদের বৈঠকে এ আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মালয়েশিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে বাংলাদেশি কর্মীরা এখন থেকে মালয়েশিয়ান কর্মীদের মতোই একই সামাজিক নিরাপত্তা সুবিধা পাবেন। তারা বাংলা ভাষায় অভিযোগ দায়ের করতে পারবেন।

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড.   মুহাম্মদ ইউনূস প্রোটোকলের আওতায় প্রায় ৮ হাজার আটকে পড়া বাংলাদেশি কর্মীর প্রবেশের সুবিধা প্রদান এবং মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করার জন্য মালয়েশিয়াকে ধন্যবাদ জানান। বৈঠকে উভয় পক্ষই ব্যয় হ্রাস এবং শ্রমিক কল্যাণ রক্ষার জন্য স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বের ওপর জোর দেন।

প্রতিনিধি পর্যায়ের বৈঠকে আইন, বিচার ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল মালয়েশিয়াকে সরকার থেকে সরকার পর্যায়ে ডাক্তার এবং প্রকৌশলীসহ আরও দক্ষ বাংলাদেশি পেশাদারদের নিয়োগের আহ্বান জানান।

বৈঠকে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে হাজারো শিক্ষার্থীর জন্য ‘স্নাতক পাস’ ভিসার অনুরোধ করেছে বাংলাদেশ। বর্তমানে, মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।

বৈঠকে মালয়েশিয়ায় অনিয়মিত বা অনিবন্ধিত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের জন্য পদক্ষেপ নেওয়ার অনুরোধও করেন।

প্রসঙ্গত, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে সোমবার (১১ আগস্ট) থেকে তিন দিনের সফরে সেদেশে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একান্ত বৈঠক হয়েছে।

টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ