ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ক্ষুদ্রঋণের চোরাবালিতে আটকে আছে দেশ: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১০
ক্ষুদ্রঋণের চোরাবালিতে আটকে আছে দেশ: অর্থমন্ত্রী

ঢাকা: ক্ষুদ্রঋণের চোরবালিতে আটকে গেছে দেশের বহু মানুষের জীবন। এ কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।



শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ২০তম বার্ষিকীর চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, "চার কোটি মানুষ ক্ষুদ্র ঋণের আওতায় থাকলেও তাদের দরিদ্র দশার অবসানের লণ খুব কমই দেখা গেছে। এই দরিদ্র মানুষগুলো মানব সম্পদে পরিণত হয়নি। "

মানুষকে দারিদ্রসীমার বাইরে বের করে এন তাদের মানব সম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ‘মানুষকে ক্ষুদ্রঋণের মধ্যে আর আটকে রাখা যাবে না। ঋণের চোরাবালি থেকে তাদের বের করে আনতে হবে। ঋণ গ্রাহক হিসেবে নয়, তাদের মানবসম্পদ হিসেবে পরিণত করতে হবে। ’

পিকেএসএফের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক কাজী মেজবাহউদ্দিন আহমেদ এতে স্বাগত বক্তব্য দেন।

বাংলাদেশ সময় ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad